বার্তা ডেস্ক | বরিশাল সংবাদ | ৯ মে ২০২৫
জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার রাতে সংগঠনের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন নিয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের এক নেতাকে জিম্মি করে ছাত্রদলের দুই সহ-সভাপতি চাঁদা দাবী করেছে—এমন অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সম্পর্ক নেই। এই মিথ্যা ঘটনার মাধ্যমে ছাত্রদলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।
ছাত্রদল অভিযোগ করে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। যা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বানোয়াট ও বিভ্রান্তিকর।
এ ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সংবাদ মাধ্যমগুলোকে যথাযথ সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বাজার রোড এলাকা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের পরিচয় ছাত্রদলকর্মী হিসেবে উল্লেখ করা হলেও বরিশাল মহানগর ছাত্রদল জানিয়েছে—এই তিনজনের সঙ্গে দলের কোনো সংযুক্তি নেই।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.