হোমভোলাবোরহানউদ্দিনে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে যুগান্তরের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

ইউসুফ হোসেন অনিক, বোরহানউদ্দিন: নতুন পা‌নি‌তে সফর এবার… এ‌ শ্লোগান‌কে সাম‌নে রে‌খে দে‌শের প্রথম সা‌রির জাতীয় দৈনিক যুগান্তরের ২৫ বছর পূ‌র্তিতে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

যুগান্তরের রজত জয়ন্তী উৎসব উপলক্ষে (ভার্চুয়ালি) শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খবরপত্রর প্রকাশক ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রর প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা ও দৈনিক খবরপত্রর সম্পাদক ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ।

বি‌শেষ এ দিন‌টি উপলক্ষে বোরহানউ‌দ্দিন প্রেসক্লাবে মঙ্গলবার বিকাল ৫ টায় কোরআন তেলোয়াত ও কেক কাটার ম‌ধ্যে দি‌য়ে অনুষ্ঠা‌নের শুভ সূচনা হয় ।

প‌রে যুগান্ত‌রের দীর্ঘ ২৫ বছ‌রের বর্ণাঢ‌্য সংগ্রা‌মী পথচলা নি‌য়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুগান্তরের উপজেলা প্রতি‌নি‌ধি ও যুগান্তর স্বজন সমা‌বে‌শের সদস‌্য সচীব নীল রতন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বজন সমাবেশের আহবায়ক বিল্টু চন্দ্র দাস ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে যুগান্ত‌রের বর্ণাঢ‌্য ও সংগ্রামী পথচলা নি‌য়ে বক্তব‌্য রা‌খেন, বোরহানউ‌দ্দিন উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার রায়হান-উজ্জামান, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, সহকারী ক‌মিশনার (ভূ‌মি ) মোঃ মে‌হে‌দি হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক স‌রোয়ার আলম খাঁন, শাহাবাজপুর প্রেস ক্লা‌বের সভাপ‌তি মো ম‌নির হো‌সেন হাওলাদার, বোরহানউ‌দ্দিন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতি‌নি‌ধি ফয়সাল উ‌দ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল পোষ্টের বিশেষ সংবাদদাতা ও দৈনিক হিরন্ময় প্রতি‌নি‌ধি ইউসুফ হো‌সেন অ‌নিক, আমা‌দের মাতৃভূ‌মি প্রতি‌নি‌ধি রিয়াজ ফরাজী, আজ‌কের প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি মোঃ সাইফুল ইসলাম আকাশ, কাল‌বেলা প্রতি‌নি‌ধি এইচ এ শরীফ, দৈ‌নিক কল‌মের কন্ঠ প্রতি‌নি‌ধি মোঃ নূরনবী, উপজেলা ছাত্রদলের সম্পাদক তানজিল হাওলাদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular