শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৬

বেতন নিয়ে গোলযোগ, কাজ করছেন না বিসিসির অস্থায়ী কর্মচারীরা

বেতন নিয়ে গোলযোগ, কাজ করছেন না বিসিসির অস্থায়ী কর্মচারীরা

dynamic-sidebar

বেতন নিয়ে গোলযোগ সৃষ্টি হওয়ায় বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশন (বিসিসি) এর অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন।

এর ফলে বুধবার (২৮ মে) সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি বরিশাল (সংশোধিত) নগরের ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন ধরনের সেবামূলক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।

জানা গেছে, ঈদের পূর্বে বুধবার বিসিসির কয়েকশত অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া হয়। কর্মীদের অভিযোগ তাদের ৩০ দিনের স্থলে ২২ দিনের বেতন দেওয়া হয়েছে।

কেটে নেওয়া হয় আট দিনের বেতন। এতে ক্ষোভে ফেটে পড়েন পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীরা।

তাদের দাবি প্রতিদিনই তারা নগরীকে পরিচ্ছন্ন রাখতে নিরলস কাজ করছেন, এমনকি শুক্রবারসহ বন্ধের দিনেরও তাদের কাজ করতে হয়। অন্যান্য কর্মচারীরা যদি শুক্রবার কাজ না করে বেতন নিতে পারেন তবে তাদের বেতন কেন কেটে নেওয়া হবে।

এ নিয়ে ক্ষুব্ধ কর্মীরা নগরীতে বিক্ষোভও করেন।

এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিক মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য কোনোভাবে নিয়োজিত রাখা যাবে না। আর সেই নির্দেশনা অনুযায়ী তাদের বেতনও দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কিছুই করণীয় নাই। কেউ কাজ না করলে সেটা তাদের ব্যাপার।

এদিকে অস্থায়ী শ্রমিক বা দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় এরই মধ্যে নগরীতে ময়লার স্তূপ বনে গেছে। রাতেই দেখা গেছে নগরীর নাজির মহল্লা সংলগ্ন সদর রোডে ময়লার স্তূপ। ময়লা জমে গেছে কাউনিয়া প্রধান সড়ক পানির ট্যাংকির সামনে, জানকি শিং রোডে। কুকুর বিড়ালে ময়লাগুলো টেনে টেনে খাচ্ছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net