বিশ্ব আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্যকে তুলে ধরে গৃহশ্রমিকদের বাংলাদেশে শ্রম আইনে অন্তর্ভুক্তকরনের দাবিতে বরিশালে আভাসের আয়োজনে গৃহকর্মীদের নিয়ে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস।
বুধবার (২৩ এপ্রিল) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেইনিং সেন্টারে দিনব্যাপী এ্যাসোসিয়েশন অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস) এর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলি জামান।
সভায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক কাজী মকবুল, বাংলাদেশ প্রতিদিনের বরিশাল অফিস প্রধান সাঈদ মেমন, বিজয় টিভি ও আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সংবাদিকবৃন্দ।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল বলেন, আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবস হলেও গৃহশ্রমিকবৃন্দ শ্রম আইনের অন্তর্ভুক্ত নন। এর পরিপ্রেক্ষিতে শ্রম আইনে অন্তর্ভুক্তকরনের দাবী এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানাতে চাই। একই সাথে গৃহকর্মী অধিকার ও সুরক্ষা নীতিমালা ২০১৫ এর বাস্তবায়ন ও আইএলও কনভেনশন অনুসমর্থন এর দাবি পেশ করা হয়।
আলোচনা সভায় প্রায় অর্ধশতাধিক গৃহকর্মী অংশগ্রহন করে তাদের সাপ্তাহিক ছুটি, ন্যায্য মজুরি, গৃহকর্তাদের ভালো ব্যাবহার,ঈদ বোন ও বেতন বৃদ্ধির দাবি উপস্থাপন করেন তারা।
সংবাদ সম্মেলনে গৃহকর্মীদের অধিকার, সুরক্ষা এবং শ্রম আইনে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এসময় বলা হয় গৃহকর্মীরা আর পাঁচটা শ্রমজীবী মানুষদের মতো তারাও সারাদিন কাজ করে। কিন্তু এখন পর্যন্ত গৃহকর্মীরা শ্রম আইনের আওতায় পড়ে নাই।যার কারনে তারা কর্মক্ষেত্রে শোষণের শিকার হচ্ছেন। গৃহকর্মীদের কাজের সময়, বেতন, নিরাপত্তা, কর্মক্ষেএে শোভন কাজের নিশ্চয়তা এক কথায় কোন কিছুই আইনি সুরক্ষার আওতায় আসে নাই। এটা গৃহকর্মীদের জন্য অত্যন্ত অবিচার এবং মানবাধিকার লঙ্ঘন। এসময় গৃহকর্মদের পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়।
তারা আরো বলেন, সরকার গৃহকর্মীদের শ্রমিক হিসেবে সঠিক স্বীকৃতি দেবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবে এটাই তাদের আশা।
সভায় বক্তব্য রাখেন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ-এর সদস্যরা “শ্রমিক” হিসেবে আইনগত স্বীকৃতি এবং সুরক্ষার দাবি জানান।
বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডে আভাস গৃহকর্মীদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করছে , যার নাম ইনশিউরিং ডমেস্টিক ওয়ার্কার্স রাইটস ইন বরিশাল সিটি কর্পোরেশন আন্ডার ইডব্লিউসিএসএ। এর অর্থায়নে আছে অক্সফাম এবং সহ-অর্থায়নে ইউরোপিয় ইউনিয়ন। জুন ২০২৪ থেকে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে , গৃহকর্মীদের জন্য এসোসিয়েশন গঠন করা হয় যার নাম “অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘ” এর মাধ্যমে প্রশিক্ষন দেয়া হয়।
এছাড়াও আভাস-এর পক্ষ থেকে জানানো হয়, এই দাবিগুলো বাস্তবায়িত হলে গৃহকর্মীদের জীবনমান উন্নত হবে এবং তারা শোষণ ও নির্যাতন থেকে রক্ষা পাবেন। আয়োজকরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কার্যকর নীতিমালা প্রণয়ন করে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের অধিকার নিশ্চিত করা হয়।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.