রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫

বিএম কলেজে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, নিরাপত্তা ও বিচারের দাবি

বিএম কলেজে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা, নিরাপত্তা ও বিচারের দাবি

dynamic-sidebar

বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় চলমান শিক্ষার্থীদের সংকট নিরসনের আলোচনার পরপরই আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই ২০২৫) সকালে কলেজ প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির আলোকে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কলেজ কর্তৃপক্ষ লিখিত আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেন। কিন্তু সভা শেষে জিরো পয়েন্টের দিকে যাওয়ার পথে একটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী চক্র তাদের ওপর অতর্কিতে হামলা চালায়।

ঘটনায় ইতিহাস, অর্থনীতি, ইসলাম শিক্ষা ও অন্যান্য বিভাগের একাধিক শিক্ষার্থী আহত হন। হামলার সময় পরিস্থিতি সামাল দিতে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী এগিয়ে এলেও হামলাকারীরা তাদের কথায় কর্ণপাত না করে হামলা চালিয়ে যায়। জানা গেছে, কয়েকজন পূর্বপরিচিত ছাত্রসংগঠনের সাবেক কর্মী হামলায় সরাসরি নেতৃত্ব দেন, যাদের বিরুদ্ধে অতীতেও এমন সন্ত্রাসী তৎপরতার অভিযোগ রয়েছে।

আহত শিক্ষার্থীদের দাবি, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছেন, তাঁদের টার্গেট করেই হামলার পাঁয়তারা চলছে। পূর্বেও একাধিকবার হামলার হুমকি দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পেয়েছে।

শিক্ষার্থীরা চারটি দাবির কথা উল্লেখ করেছেন—হামলার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলাকারীদের আশ্রয়দাতাদের জবাবদিহির আওতায় আনা। তাঁরা জানিয়েছেন, দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি চলবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে তাঁরা সচেতন ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সোচ্চার থাকবেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net