বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে কোতোয়ালি মডেল থানায় অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে। আজ মঙ্গলবার সকাল ১১টায় থানার প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়, যেখানে সরাসরি জনসাধারণের মতামত ও অভিযোগ শোনেন পুলিশ কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন। তিনি উপস্থিত ভুক্তভোগীদের কাছ থেকে সরাসরি নানা সমস্যা ও অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি জানান, উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধান আগামী মাসের ওপেন হাউজ ডে’তে সর্বসাধারণের সামনে পর্যালোচনা করে উপস্থাপন করা হবে। এতে পুলিশের জবাবদিহিতা যেমন নিশ্চিত হবে, তেমনি জনসাধারণের আস্থাও আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জনগণের অংশগ্রহণে জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতেই বিএমপি নিয়মিতভাবে এ ধরনের ওপেন হাউজ ডে আয়োজন করে আসছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply