বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে আজ শনিবার (১০ মে) সকাল ১১টায় বিএমপি’র এয়ারপোর্ট থানায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ওপেন হাউজ ডে-তে আগত ভুক্তভোগী সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন, যেগুলো মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি। তিনি তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার আশ্বাস দেন, এসব অভিযোগ ও সমস্যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে-তে সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ রিয়াজ হোসেন, পিপিএম; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার / বন্দর থানা / এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) প্রণয় রায়; অফিসার ইনচার্জ (ওসি) এয়ারপোর্ট থানা মোঃ জাকির শিকদারসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ, সেবা প্রত্যাশী নাগরিকগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
"ওপেন হাউজ ডে" একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে জনসাধারণ ও পুলিশ প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করছে, যা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.