বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় সাবেক খাদ্য উপমন্ত্রী ও বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২২ মে) বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এ আদেশ দেন। আদালতে হাজির করা হলে তার আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর জামিন আবেদন করেন, যা আদালত নামঞ্জুর করেন।
এর আগে বুধবার রাতে ঢাকা থেকে শম্ভুকে বরগুনা কারাগারে আনা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এমনকি তাকে কারাগারে নেওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী শম্ভুর দিকে ডিম ছুড়ে মারেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নুরুল আমীন বলেন, “শম্ভু একজন দুর্নীতিবাজ নেতা। তিনি জনপ্রিয় না, বারবার ভোট চুরি করে সংসদ সদস্য হয়েছেন। তাই জনগণের ক্ষোভ প্রকাশ পেয়েছে।” তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে তিনি পরাজিত হয়েছেন।
২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও হাতবোমা ফাটিয়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে দায়ের হওয়া মামলায় শম্ভুকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন বরগুনা জেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নইমুল ইসলাম। মামলায় মোট ১৫৮ জনকে আসামি করা হয়েছে।
শম্ভুর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে রাজধানীর নিউমার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা এবং আশুলিয়া থানার আরেকটি মামলা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকেও তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
শম্ভুর পক্ষে থাকা আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, “আমরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করব।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply