হোমভোলাবাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায় : চরমোনাই পীর

বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায় : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর পর চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ এখন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়।

আজ রবিবার বিকেলে ভোলার বাংলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘মানুষ আওয়ামী লীগ দেখেছে, বিএনপি দেখেছে ও জাতীয় পার্টি দেখেছে, কিন্তু ইসলামের কথা শুনলেও বাস্তবে দেখেনি। এখন সকলের আশা-আকাঙ্ক্ষা ইসলামের সুফলটা কী দেখতে চায়।

তিনি বলেন, ‘যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িয়ে না থাকে, পছন্দ না করে মুসলমান দাবি করার কোনো অধিকারই তার নেই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি-আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বারবার আমাদের বোকা পেয়ে ধোকা দিয়ে তারা ক্ষমতার মসনদে বসেছে।’

তিনি আরো বলেন, ‘এখনকার পরিবেশে আমরা চাচ্ছি ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া যায় কি না। এ জন্য আমরা চেষ্টা করছি। গত ৫ আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেনি, দেশের প্রশাসনিক অবস্থা ভেঙে পড়েছিল তখন আমরা দেশকে সুরক্ষার জন্য হিন্দুসহ অন্যান্য সংখ্যালগুদের নিজেদের দায়িত্বে পাহারা দিয়েছি।’

রেজাউল করিম বলেন, ‘১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিতর্কিত ও কোনো অন্যায় কাজ প্রকাশিত হয়নি। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের জন্য।

দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে একবার ক্ষমতায় এনে এর সুফলের অপেক্ষায় থাকার আহ্বান জানাই।’
ইসলামী আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনে আরো বক্তব্য দেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের জেলার সভাপতি মাহমুদুল হাসান, সাবেক সাধারণ মানজুর নোমানসহ  ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিতে মাওলানা আতাউর রহমানকে সভাপতি, মাওলানা ওবায়েদ বিন মোস্তফাকে সহসভাপতি ও মাওলানা তরিকুল ইসলামকে সেক্রেটারি করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular