
বার্তা ডেস্ক ॥ জেলার প্রবেশদ্বারের নির্বাচনী আসন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) এলাকার বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর বিজয় ঘোষণা শুধু অপেক্ষার মধ্যে সীমাবদ্ধ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে পঞ্চম বারের মতো এমপি হতে যাচ্ছেন আবুল হাসানাত আব্দুল্লাহ।
খোঁজ নিয়ে জানা গেছে, বরাবরের মতো এ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের একক প্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ। শুধু নিজ নির্বাচনী এলাকায়ই নয়; গোটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার হিসেবে আবুল হাসানাত আব্দুল্লাহর খ্যাতি রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একমাত্র অভিভাবকও তিনি। ফলে এ আসনে কেউ তার প্রতিদ্বন্ধী প্রার্থী হতে চায়না।
তারপরেও গতানুগতিকভাবে এখানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকান্দার আলী ও এনপিপি মনোনীত প্রার্থী হয়েছেন মোঃ তুহিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে ওই দুই প্রার্থীকে আর নির্বাচনী মাঠে দেখা যায়নি। এমনকি তাদের পক্ষে কোন কর্মী-সমর্থকদেরও খুঁজে পাওয়া যায়নি।
জাপা মনোনীত প্রার্থীর নিজ উপজেলা আগৈলঝাড়ার জাতীয় পার্টির দায়িত্বশীল একাধিক নেতৃবৃন্দরা জানিয়েছেন, জাপা থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই প্রার্থী আমাদের সাথে কোনধরনের যোগাযোগ করেননি। কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এছাড়া তার (প্রার্থীর) সাথে নির্বাচনী এলাকার জাপার নেতাকর্মীদের কোনধরনের সম্পর্কও নেই। একই কথা জানিয়েছেন, গৌরনদী উপজেলা জাতীয় পার্টির দায়িত্বশীল নেতৃবৃন্দরা। জাপা প্রার্থীর নিজ এলাকা সেরাল গ্রামের বাসিন্দা সাগর সেরনিয়াবাত বলেন, পুরো নির্বাচনী আসনতো দূরের কথা জাপা প্রার্থীর নিজ গ্রামের ভোট কেন্দ্রেও এজেন্ট দেওয়ার মতো তার কোন লোক নেই। সূত্রমতে, বরিশাল-১ আসনে জাতীয় পার্টির এককভাবে একহাজার ভোটও নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনে এনপিপির নেই কোন কমিটি। কখনও কোনদিন ওই পার্টির সভা-সমাবেশও হয়নি। পুরো নির্বাচনী এলাকায় এনপিপি’র একশ’ ভোটও নেই। এনপিপি মনোনীত প্রার্থী মোঃ তুহিনের প্রতিবেশী আশোকাঠী গ্রামের বাসিন্দা আবুল বাশার, মিজানুর রহমানসহ একাধিক ব্যক্তিরা বলেন, তুহিনের তার নিজ গ্রামের ভোট কেন্দ্রেও এজেন্ট দেওয়ার লোক নেই।
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নির্দেশে আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করতে সবধরনের প্রস্তুতি নিয়েছেন নির্বাচনী এলাকার দুই উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। ইতোমধ্যে আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে বিশেষ সাংগঠনিক সভা করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। ১১ ডিসেম্বর বাগধা ইউনিয়নের বিশেষ সাংগঠনিক সভার মাধ্যমে পাঁচ ইউনিয়নে সভা সম্পন্ন করা হয়েছে। ওই সভায় ভোট কেন্দ্রের জন্য কমিটি গঠণ থেকে শুরু করে নির্বাচনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন বলেন, আমরা কোন দলের প্রার্থীকে ছোট করে দেখছিনা। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাই আমাদের প্রার্থীর নির্দেশে ইতোমধ্যে আমরা নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
উল্লেখ্য, আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসন থেকে ১৯৯১ সালে প্রথম, ১৯৯৬ সালে দ্বিতীয়, ২০১৪ সালে তৃতীয় ও ২০১৮ সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।