গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ ৯ মে ২০২৫ তারিখে বরিশাল জেলা সফরে আগমন করেন।
সকাল ৬টায় বরিশাল লঞ্চঘাটে পৌঁছালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শফিকুল ইসলাম পক্ষে দুই উপদেষ্টাকে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।
পরে সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউজ প্রাঙ্গণে উপদেষ্টাবৃন্দকে হাউজ গার্ড সালামী প্রদান করা হয়।
এই সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.