বরিশাল (সংশোধিত) মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় নাসরিন বাসায় ছিলেন না। তার অনুপস্থিতিতে মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্রসহ বাসার গেট, দরজা ও জানালায় আঘাত হানে এবং সামনের দেয়ালে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করে।
স্থানীয়রা জানান, তিন থেকে চারটি মোটরসাইকেলে করে আসা একদল যুবক রাত ১০টা পেরুনোর পর হঠাৎই নাসরিনের বাসার সামনে উপস্থিত হয় এবং বেপরোয়া হামলা চালায়। ঘটনার সময় তিনি এক আত্মীয়কে দেখতে হাসপাতালে ছিলেন।
হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশাল (সংশোধিত) কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঘটনার পরপরই আফরোজা খানম নাসরিনের সমর্থকরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন এবং দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
এবিষয়ে আফরোজা খানম নাসরিন বরিশাল (সংশোধিত) সংবাদকে জানান, “আমি বাসায় ছিলাম না। তবে কয়েকদিন ধরে আমাকে ফেসবুকে কিছু অপরিচিত আইডি থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছিল। ধারণা করছি, এই ঘটনার সঙ্গে তাদেরই সম্পৃক্ততা রয়েছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
এ ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে দলের মধ্যে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply