বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল (সংশোধিত) মহানগর বিএনপির ১ থেকে ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বরিশাল (সংশোধিত) এ.কে স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (সংশোধিত) মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসা কাজল।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, মন্জুরুল হাসান জিসান, আরিফুর রহমান বাবু, সাইদ খোকন, নুরুল ইসলাম পনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান পিন্টু, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব নুরুল আমিনসহ সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের সংগ্রামী রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের কথা স্মরণ করেন। শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply