হোমশিক্ষাবরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির আত্মপ্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতির আত্মপ্রকাশ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে এসেছে। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম আজ মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে তার পরিচয় প্রকাশ করেন। ২০১১ সালে ববি প্রতিষ্ঠার পর এই প্রথম ক্যাম্পাসে শিবিরের আত্মপ্রকাশ হলো।

জানা যায়, আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। ববি শাখা শিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিপরীতে আগামীকাল বুধবার থেকে দুইদিন ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হবে। এ উৎসবকে ঘিরে ফেসবুকে পোস্ট করে সভাপতি আত্মপ্রকাশ করেন। তিনি জানান, খুব শিগগিরিই সাধারণ সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

একাধিক শিক্ষার্থী জানান, আমিনুল ক্যাম্পাসে শিবির কর্মী হিসাবে পরিচিত ছিল। তবে প্রকাশ্যে কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি। মঙ্গলবার ফেসবুকে নিজেকে সভাপতি হিসাবে পরিচয় দেন।

আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার উন্মুক্ত স্থান। আমরা চাই শিক্ষার্থীদের মেধা উন্নয়নে কাজ করতে। বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের ভয়ে প্রকাশ্যে আসতে পারেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular