বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।শুধু দেশে নয় বিদেশেও সমান কৃতিত্বের সাথে বরিশালের মানুষ বরাবরের মত বিশেষ অবদান রেখে যাচ্ছে। জীবন জীবিকার প্রয়োজনে দেশে এবং বিশ্বের সর্বত্র এ অঞ্চলের মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু যে যেখানেই অবস্থান করুকনা না কেন নিজ এলাকার প্রতি টান এ অঞ্চলের মানুষের মাঝে বিশেষভাবে পরিলক্ষিত হয়। ফলে বৃহত্তর এ জনগোষ্ঠীর তথা বরিশাল জেলার মানুষকে স্থানীয় ও কমিউনিটির খবরা-খবর তাৎক্ষণিকভাবে প্রদান করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে অনলাইন পত্রিকা বরিশাল সংবাদ ডট কম এর যাত্রা শুরু হয়।
২০১৯ সালের শুরু থেকে পত্রিকাটি নিউজ প্রকাশনা শুরু করে। সংবাদ প্রকাশনা শুরু করার খুব অল্প সময়ের মধ্যে ‘বরিশাল সংবাদ ডট কম(barisalsangbad.com)’ বরিশাল জেলাসহ মানুষের কাছে বিশেষভাবে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। উল্লেখ্য বরিশাল জেলার বরিশাল সংবাদ ডট কম অঞ্চলভিত্তিক অনলাইন পত্রিকা ২৪ ঘন্টা সংবাদ প্রদান করছে।
বারিশাল ডট কম (barisalsangbad.com) এর লক্ষ্য ও উদ্দেশ্য :
বরিশাল জেলা তথা বরিশালের স্থানীয় খবর এবং দেশ বিদেশের তাৎক্ষনিকভাবে অনলাইনে প্রকাশ করা। এক্ষেত্রে পত্রিকাটির সম্পাদকীয় নীতি হচেছ বেশি বেশি ইতিবাচক সংবাদ প্রকাশ করা, যে সংবাদ মানুষের মাঝে অনুপ্রেরণা যোগায়।
নিউজ সার্ভিস প্রদানের মধ্যদিয়ে তাদের প্রকাশনায় সহায়তা করা এবং স্থানীয় ও জাতীয় বিভিন্ন ইস্যু যেমন শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, মানবাধিকার, প্রাকৃতিক দূর্যোগ ইত্যাদি বিষয়ে সমন্বিত লেখা প্রকাশ ও বিভিন্ন কার্যক্রমের মধ্যদিয়ে স্থানীয় জনসাধারণকে সচেতন করে তোলা। যাতে করে জনসাধারণ গণ মাধ্যমের সত্যিকারের সুফল ভোগ করতে পারেন।
দেশে এবং বিদেশে বরিশাল জেলার মানুষে মানুষে, কোথাও কোথাও সংগঠনের সাথে সংগঠনের, ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যাবসা প্রতিষ্ঠানের সেতু বন্ধন তৈরী করা যাতে করে আঞ্চলিক উন্নয়ন সহজ থেকে সহজতর হয়।
সবমিলিয়ে দেশে বিদেশে বৃহত্তর বরিশাল জেলার মানুষের তাৎক্ষনিক তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাসহ বরিশাল সংবাদ ডট কম কমন ফ্লাটফর্মে বৃহত্তর বরিশালের কমিউনিনিটিকে শক্তিশালী করা বরিশাল সংবাদ ডট কম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। যার মধ্য দিয়ে দেশে বিদেশে বরিশালের মানুষ সম্পকে নেতিবাচক ধারনার পরিবর্তন হয়ে সবসময় ইতিবাচক ধারনা তৈরী হবে। এতে করে আমরা বরিশাল জেলাবাসীর স্বর্কীয়তা, নিজস্ব সংস্কৃতির ভালোদিক গুলো সবার সামনে সঠিকভাবে উপস্থাপিত হবে। এছাড়া বরিশাল সংবাদ ডট কম নিয়মিত এককভাবে অথবা নিউজ পার্টনারদের সাথে যৌথভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে তাদের সচেতনতামূলক, সভা, সেমিনার, গোল টেবিল আলোচনা, কর্মশালা ও বিভিন্ন ধরনের প্রতিযৌগিতার আয়োজন করবে।
বরিশাল সংবাদ ডট কম যেহেতু অনলাইন ভিত্তিক পত্রিকা সেহেতু ইন্টারনেটের প্রসার এর সাথে সাথে বরিশাল সংবাদ ডট কম অগ্রযাত্রা অনেকটাই নির্ভরশীল। আমাদের প্রবাসী ভাইয়েরা অনেকেই এখন ইন্টারনেট ব্যবহার করলেও স্থানীয়ভাবে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আনুপাতিক হারে অনেক কম।
ব্যাবস্থাপনা : সম্পাদকীয় বোর্ড কতৃক বরিশাল সংবাদ ডট কম’র মূল ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। তবে পত্রিকাটির মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও সহায়তা প্রদানের লক্ষ্যে পত্রিকাটির একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠনের কাজ চলছে।
জনবল : দেশে এবং বিদেশে বরিশাল সংবাদ ডট কমের এর বর্তমান সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী ৩০ জন।
ব্যয় নির্বাহ : ‘বরিশাল সংবাদ ডট কম’ ব্যক্তিগত অর্থায়নে ব্যয় নির্বাহ চলে আসছে। তবে প্রকল্পটিকে টেকসই করার লক্ষে বরিশাল সংবাদ ডট কম একটি সহযোগী পরিবার গঠনের কাজ শুরু করছে। মূলত সহযোগী পরিবারের সদস্যদের মেম্বারশীপ ফি এবং কিছু বানিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে পত্রিকা/সংবাদ মাধ্যমটির ব্যয় নির্বাহ করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগীতা একান্ত কাম্য।
পরিশেষে আপনার প্রতিষ্ঠানের/সংগঠনের ইতিবাচক কর্মকান্ডের খবর পাঠিয়ে বরিশাল সংবাদ ডট কমের প্রকাশনাকে সমৃদ্ধ করার আহবান রইল।