বৈরী আবহাওয়ার কারণে বরিশাল (সংশোধিত) থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল সোয়া ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল (সংশোধিত) নদীবন্দর কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, “২ নম্বর সতর্ক সংকেত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল (সংশোধিত), পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকবে বজ্রসহ বৃষ্টি।
এ পরিস্থিতিতে নৌযান চলাচলে ঝুঁকি এড়াতেই সতর্কতামূলক এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply