বরিশাল (সংশোধিত)ে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার এবং ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর বাংলা বাজার এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বরিশাল (সংশোধিত) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির কার্যালয়ে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে বরিশাল (সংশোধিত)ে বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তে শাহজাহান হাওলাদার ও মহিউদ্দিন মিলনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় পুলিশ এ পদক্ষেপ নেয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply