হোমবরিশাল নগরীবরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

স্বল্পমূল্যে স্টল বরাদ্দ, টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার করাসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন বরিশালের চৌমাথা বাজারের ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। এর ফলে সড়কের দু’পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যান ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর হাতেম আলি কলেজ চৌমাথা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধন করেন চৌমাথা বাজার ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। পরে বিসিসির প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. শহিদ খান বলেন, প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছি। প্রতিদিন দুই টাকা হারে খাজনা দেওয়ার সময় থেকে আজ পর্যন্ত সরকারি সকল নিয়মকানুন মেনে ব্যবসা করছি। বরিশাল সিটি করপোরেশন সৃষ্টি হওয়ার পর থেকে যে কজন নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা সবাই বাজারের ভেতর স্টল নির্মাণ করে আমাদেরকে বরাদ্দের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি করপোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে সম্ভব নয়। তাই অল্প বরাদ্দে নির্মাণকৃত স্টল যাতে আমরা পেতে পারি সে বিষয়ে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি।

তাদের তিন দফা দাবিগুলো হচ্ছে- টেন্ডার বাতিল করতে হবে, স্বল্পমূল্যে ফল ব্যবসায়ীদের মধ্যে স্টল বরাদ্দ দিতে হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেন্ডারের মাধ্যমে বরাদ্দকৃত স্টল বাদ দিয়ে তাদের ফয়সালা দিতে হবে। যদি এ দাবিগুলো মানা না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্টল বরাদ্দসহ তিন দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular