বরিশাল (সংশোধিত) নগরীর কাউনিয়া এলাকায় শুক্রবার সকালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বহিষ্কৃত কর্মী পলাশ হাওলাদার ওরফে ‘দা পলাশ’-এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বরিশাল (সংশোধিত) সংবাদকে জানান, অভিযুক্ত পলাশের বিরুদ্ধে এর আগেও ডজনখানেক মামলা রয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
ভুক্তভোগীর স্বামী জানান, “প্রতিদিনের মতো আমার স্ত্রী ঘরে ঘুমাচ্ছিলেন। আমি তাকে রেখে মাছ ধরতে নদীতে যাই। সেই সুযোগে দা পলাশ বাসায় ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার দিলে আশপাশের আত্মীয়-স্বজন ছুটে আসেন। তখন পলাশ তাকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। স্থানীয়রা দরজা ভাঙার চেষ্টা করলে সে পালিয়ে যায়।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, পলাশ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধে জড়িত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে বারবার রেহাই পেয়ে যাচ্ছেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply