শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭

বরিশালে হিজড়াদের টাকার ভাগাভাগি নিয়ে তাণ্ডব

বরিশালে হিজড়াদের টাকার ভাগাভাগি নিয়ে তাণ্ডব

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত)ের আগৈলঝাড়ায় চাঁদা উত্তোলনের নিয়ন্ত্রণ নিয়ে হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—রিনা, শাহীনুর, ফিরকী ও শাহনাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা (তাদের ভাষায় ‘আনন্দের টাকা’) উত্তোলন করে আসছে দুইটি হিজড়া গ্রুপ। এর মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়ন নিয়ন্ত্রণ করে রিনা হিজড়ার দল এবং রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়ন নিয়ন্ত্রণ করে পায়েল হিজড়ার দল।

বৃহস্পতিবার সকালে পায়েল হিজড়ার দল রিনা হিজড়ার নিয়ন্ত্রিত এলাকা বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় গেলে বাধা দেয় রিনা ও তার সহযোগীরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়।

পায়েল হিজড়া অভিযোগ করেন, “আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পর সেই নিয়ম মানা হয় না। আমরা একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম, এ সময় রিনা হিজড়ার দল বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে রিনা হিজড়া বলেন, “বাকাল ইউনিয়ন আমাদের নিয়ন্ত্রিত এলাকা। পায়েল হিজড়ার দল সেখানে ঢোকায় আমরা বাধা দিই। এরপর তারা হামলা করলে সংঘর্ষ শুরু হয়।”

তারা দাবি করেন, অনুষ্ঠান থেকে যে টাকা তোলা হয় তা ‘চাঁদা’ নয় বরং আনন্দ প্রদর্শনের মাধ্যমে আয় করা অর্থ, যার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকেন।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম জানান, “সংঘর্ষের ঘটনার খবর পেয়ে এসআই সোহরাব হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net