বরিশাল (সংশোধিত)ের আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক হওয়ার পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো মাদক কারবারি রিয়াজ ফকিরকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
শুক্রবার (১৬ মে) ভোরে উপজেলার ছয়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ ফকির উজিরপুর উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী ফকিরবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি চিহ্নিত মাদক চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে আগৈলঝাড়া উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন এএসআই মো. মামুন হোসেন, কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিব।
অভিযানে রিয়াজ ফকিরকে ১৬ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলার সময় হঠাৎ করে সে কনস্টেবল কামাল হোসেনকে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেন।
পরে আহত পুলিশ সদস্যদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কনস্টেবল কামাল ও সাইমুনকে ভর্তি করা হয় এবং এএসআই মামুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তীতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ছয়গ্রাম এলাকা থেকে হাতকড়াসহ রিয়াজ ফকিরকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মাদক আইনে আগৈলঝাড়া থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply