শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০২

বরিশালে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ ও হামলার মামলা

বরিশালে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ ও হামলার মামলা

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সহ দলের ২৪৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ ও হামলার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৪ মে) রাতে বরিশাল (সংশোধিত) কোতোয়ালী মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল (সংশোধিত) জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আব্দুল্লাহ। মামলা নম্বর ৩৭/১৪-০৫-২০২৫।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা জানিয়েছেন, মামলায় অভিযোগ করা হয়েছে যে, ২০২৪ সালের ২৬ জুলাই বরিশাল (সংশোধিত) নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশে অবস্থিত খ্রিস্টান মিশনারি দাতব্য সংস্থা সংলগ্ন এলাকায় আসামিরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাস্তার ওপর বিস্ফোরণ ঘটান এবং সংঘবদ্ধভাবে হামলা চালান।

মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন: জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি এবং জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ইটালী শহিদ।

মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net