শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:০৬

বরিশালে লাশের সাথে পুলিশের এ কেমন অমানবিকতা!

বরিশালে লাশের সাথে পুলিশের এ কেমন অমানবিকতা!

dynamic-sidebar

গত শনিবার ঈদ ঊল আযহার দিন সকালে বরিশাল (সংশোধিত) নগরীর কেডিসি এলাকা সংলগ্ন কীর্তনখোলা নদীতে ভেসে ওঠে এক অচেনা মৃতদেহ। মৃত ওই ব্যক্তির নাম জসিম উদ্দিন খান।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানায়, তারা সকাল ৮টার দিকে নদীতে মরদেহটি দেখতে পেয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বরিশাল (সংশোধিত) সদর নৌ থানা পুলিশের এসআই বেলায়েত হোসেন ও এএসআই তাপস কুমার। কিন্তু এরপর যা ঘটে, তা দেখে বাকরুদ্ধ হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা। তারা আরও জানান, পুলিশ সদস্যরা মরদেহটির গলায় দড়ি বেঁধে সেটিকে একটি ট্রলারের সঙ্গে টেনে তীরে নিয়ে আসে। মরদেহটিকে এভাবে গলায় রশি বেঁধে টেনে আনাটা কী ধরনের প্রক্রিয়া? এর চেয়ে বড় অমানবিকতা কী হতে পারে?

এ ঘটনার একটি ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন একজন মৃত মানুষের প্রতি এমন অমানবিক আচরণ করা হলো? কোথায় পুলিশের পেশাগত দায়িত্ববোধ, মানবিকতা?

স্থানীয় এক বাসিন্দা বলেন, এই দৃশ্য দেখে আমরা হতবাক। মরদেহের প্রতি এমন আচরণ শুধুমাত্র অমানবিকই নয়, বরং আইনগতভাবেও গুরুতর অপরাধ হতে পারে।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করে এএসআই তাপস কুমারের সাথে। তিনি প্রথমে ফোনে তেমন কোনো সদুত্তর না দিতে পারলেও ক্যামেরার সামনে কথা বলতেও অস্বীকৃতি জানান তিনি। উল্টো অনুরোধ করেন, যেন এই ঘটনা নিয়ে কোনো সংবাদ প্রকাশ না করা হয়। অভিযোগ আছে, তিনি পরে সংবাদটি বন্ধে একাধিকবার চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন বিভিন্ন মহলের সাথে।

 

আর মরদেহটি টেনে হিচরে নেয়ার ব্যপারে কোন উত্তর না দিলেও এসআই বেলায়েত হোসেন বলেন, আমরা ওসি স্যারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

বরিশাল (সংশোধিত) সদর নৌ থানার ওসি অসীম কুমারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে থানায় সরেজমিন উপস্থিত হলেও তাকে পাওয়া যায় নি। তবে থানা সূত্রে জানা যায়, ওসি নিজেও গিয়েছিলেন ওই উদ্ধার অভিযানে।

অপরদিকে ঘটনা সম্পর্কে বরিশাল (সংশোধিত) অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার এসএম নাজমুল হক জানিয়েছেন, এবিষয়ে আমি জানি না, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

 

তবে শেষ পর্যন্ত এই অমানবিক ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটিই এখন দেখার বিষয়। জনগণের প্রত্যাশা—এ ঘটনা যেন শুধু একটি ‘তদন্ত চলছে’ বিবৃতিতে চাপা না পড়ে, বরং জবাবদিহি নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net