বরিশালে প্রকাশ্যে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় মাদক বিক্রেতাদের হাতে গণপিটুনির শিকার হয়েছেন বরিশাল জেলা পুলিশের কনস্টেবল ওয়াসিম। মঙ্গলবার (২২ এপ্রিল) গভীর রাতে নগরীর কেডিসি এলাকায় এ ঘটনা ঘটে। তবে মাদক বিক্রেতাদের দাবি, পুলিশ পরিচয়ে বিনামূল্যে মাদক নেওয়ার চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওয়াসিম বরিশাল জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১১টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করছিলেন একাধিক মাদক ব্যবসায়ী। বিষয়টি দেখে উপস্থিত এক পুলিশ সদস্য মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে মাদক বিক্রেতারা তা দেখে ফেলেন। এরপর ১০–১৫ জন মাদক বিক্রেতা একত্র হয়ে তাকে মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে ওই পুলিশ সদস্য দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।
মাদক বিক্রেতা বাবুর স্ত্রী নাজমা ওরফে নাজু দাবি করেন, ওয়াসিম নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাকা ছাড়াই মাদক নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তিনি তার গায়ে হাত তোলেন। তখন উপস্থিত লোকজন ওয়াসিমকে ঘিরে ধরে জিজ্ঞাসা করেন, একজন জেলা পুলিশের সদস্য হয়ে কেন এমন কাজ করছেন। তিনি এর কোনো সদুত্তর দিতে না পারলে তাকে আটক করা হয়। পরে নগর পুলিশের সিটিএসবিতে কর্মরত আবু হানিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনার ব্যাপারে আমি কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.