বরিশাল (সংশোধিত) নগরীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১৫ মে) সকালে সচেতনতামূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল (সংশোধিত) বিভাগ।
অভিযানটি সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বটতলা ও নতুন বাজার এলাকায় পরিচালিত হয়। মূলত মাংসের দোকান ও মুদির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল (সংশোধিত) কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, “নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুইটি মাংসের দোকান এবং দুইটি মুদির দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানে সহায়তা করেন কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক ইন্দ্রানী দাস আরও বলেন, “ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। ব্যবসায়ীদের অনুরোধ করা হচ্ছে যেন তারা মূল্য তালিকা টানিয়ে রাখেন এবং ন্যায্য দামে পণ্য বিক্রি করেন।”
এদিকে, বাজারে অভিযান পরিচালনার খবরে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply