বরিশালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির রং বিক্রি ও অতিরিক্ত মূল্যে বিক্রির আপরাধে তিনটি হার্ডওয়ারের দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর লাইন রোড এলাকায় হার্ডওয়ারের দোকান গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় নিউ কমান্ডার হার্ডওয়ার দোকানের নিপ্পন পেইন্ট নামে রং এর মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে ১৫ হাজার, মেসার্স নাসির হার্ডওয়্যারকে অতিরিক্ত দাম ও মেয়াদ উত্তীর্ণ থাকার কারনে ২০ হাজার টাকা, একই অপরাধে জে এন্ড জে টুলস সপ হার্ডওয়ার দোকানের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, হার্ডওয়ারের দোকান গুলোতে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত দামে বিক্রি সহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি রংয়ের দোকানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক জনাব ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলকসহ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.