হোমবরিশালবরিশালে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

বরিশালে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

বরিশাল নগরীতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রথম আলো পত্রিকার লোগো লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে একটি প্রতারক চক্রে। এর নেতৃত্ব দেন তাওহীদ নামে এক যুবক। পরে চাকরি দেয়ার নামে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

আজ সোমবার (১০ জুন) বরিশাল কোতোয়ালি মডেল থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানান।

পুলিশ জানান, গত ৯ মার্চ সিটি করপোরেশন ও একটি জাতীয় পত্রিকার লোগো ব্যবহার করে ‘জবইন’ বরিশাল নামের একটি ফেসবুক গ্রুপে ৬টি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে তাওহীদ। সেখান থেকে হাতিয়ে নেন লাখ টাকা। এমন অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে ময়মনসিংহের বলাশপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাওহীদকে। এ সময় তার সাথে থাকা ৫টি মোবাইল সিম ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। বিকাশে পাওয়া যায় লাখ টাকা।

অভিযুক্ত তাওহীদ ময়মনসিংহের বলাশপুর এলাকার নায়েব আলীর ছেলে।

এর আগে ফেসবুকে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিস ও নড়াইল সদর হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তির নামে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাওহীদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular