হোমস্বাস্থ্যবরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ার প্রকোপ

বরিশালে বেড়েছে ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ার প্রকোপ

বরিশাল সংবাদ ডেস্ক | | বরিশালে শীতের তীব্রতা কম থাকলেও ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী চিকিৎসার জন্য আসছেন। বিশেষ করে নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক মাসে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় দেড় হাজার মানুষ ঠান্ডাজনিত সংক্রমণে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে নারী, পুরুষ ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। ঠান্ডাজনিত জটিলতায় ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।

গত এক মাসে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ, যাদের একটি বড় অংশ শিশু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রতিদিনই বিপুলসংখ্যক শিশু ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে।

শুধু ঠান্ডাজনিত রোগ নয়, বরিশালে ডেঙ্গুর প্রকোপও দেখা দিয়েছে। গত এক মাসে সরকারি হাসপাতালে দেড় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তবে মৌসুমজুড়ে শীতের তীব্রতা কম থাকলেও ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, বিগত নভেম্বর ও ডিসেম্বরে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ৮ হাজারেরও বেশি ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে এই সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজারে। তবে গত তিন মাসে বরিশালে ডায়রিয়ায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, শীতজনিত রোগের ঝুঁকি কমাতে গরম কাপড় পরা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং বিশুদ্ধ পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে ডায়রিয়া বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular