শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৯

বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি

বরিশালে বিএনপির গণঅবস্থান কর্মসূচি

dynamic-sidebar

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বরিশাল (সংশোধিত)ের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ মে) বেলা এগারোটার দিকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে ঢাকা-বরিশাল (সংশোধিত) মহাসড়কের সরকারি গৌরনদী কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে আবার কলেজ গেটে ফিরে আসে।

পরে মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ ও গণঅবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদল নেতা শামীম খলিফা ও ফুয়াদ হোসেন এ্যানি প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবি জানান এবং দেশের চলমান সংকট নিরসনে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net