শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৫

বরিশালে ফের বেপরোয়া কেডিসির মাদক ব্যবসায়ী মানিক!

বরিশালে ফের বেপরোয়া কেডিসির মাদক ব্যবসায়ী মানিক!

dynamic-sidebar

ফের বেপরোয়া হয়ে উঠেছে বরিশাল (সংশোধিত) নগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও একাধিক মাদক মামলার আসামি মানিক। তার মাদক ব্যবসার কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, “ভাই মালডায় একটু টান দিয়া লই, আপনার সাথে পরে কথা কই”—এই মন্তব্য এবং সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকির ও অভিযোগ রয়েছে এই মানিকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র মতে, মানিক দীর্ঘদিন ধরে বরিশাল (সংশোধিত)ের কেডিসি এলাকাকে কেন্দ্র করে একটি সক্রিয় মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। যাদের কাজ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বরিশাল (সংশোধিত) নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করা। মানিকের নেতৃত্বে এই সিন্ডিকেট নিয়ন্ত্রনে সহায়তা করে একই এলাকার ফরিদা,রাজু, এপেল, হুইলার, পারুল, হোসনে য়ারা, সুরিয়া, সাথি, মুক্তা ও ঝুমুর নামের একাধিক মাদক ব্যবসায়ী।

সুত্রমতে গত তিন মাসে কেডিসি এলাকায় একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে এবং বেশ কিছু মাদক ব্যবসায়ী গ্রেপ্তারও হয়েছে। তবে প্রশাসনের ভেতরে থাকা কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় মানিক বারবার আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মানিক দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একচেটিয়া মাদক ব্যবসা চালিয়ে আসছে। বিশেষ করে বিগত সরকারের সময় সাবেক কাউন্সিলর জয়নালের প্রত্যক্ষ আশ্রয়-প্রশ্রয়ে সে এই ব্যবসা গড়ে তোলে। এখনও সেই সাবেক জনপ্রতিনিধি নিয়মিত মাসোহারা নিচ্ছেন বলেও দাবি করেন এলাকাবাসী।

বিশ্বস্ত সূত্র জানায়, কেডিসি এলাকায় মাদকের প্রভাব এতটাই বিস্তৃত যে স্থানীয় জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কেউ প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে সম্প্রতি ৩৫০ জন এলাকাবাসী একত্রিত হয়ে ১১ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে একটি মানববন্ধনও আয়োজন করা হয়।

এদিকে বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম গত (০৩ জুন) মঙ্গলবার নগরীর সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলে জানান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত এবং কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না।

এ বিষয়ে বরিশাল (সংশোধিত) মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। মাদক সহ আসামি গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

অন্যদিকে এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই মাদক সিন্ডিকেটকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, যাতে জনসাধারণ নিরাপদ ও স্বস্তিতে বসবাস করতে পারে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net