বরিশাল (সংশোধিত) নগরীতে প্রেমিক-প্রেমিকা সেজে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে অচেতন করে ছিনতাইয়ের ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ মে) ঝালকাঠি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি প্রেমিক-প্রেমিকার ছদ্মবেশে ৩–৪ ঘণ্টা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। চালকের আস্থা অর্জনের পর কৌশলে তাকে খাবার বা পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। এরপর চালক অচেতন হয়ে পড়লে তারা অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেত।
ছিনতাইয়ের পর অটোরিকশাগুলো ঝালকাঠিতে নিয়ে যাওয়া হতো। সেখানে গ্যাংয়ের আরও সদস্যদের সহযোগিতায় এসব অটোরিকশা বিক্রি করা হতো। ঝালকাঠির ওই গ্যাংয়ের সদস্যদেরও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে একটি ছিনতাই হওয়া অটোরিকশা ও নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়, এ চক্রের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply