একের পর এক পুলিশ সদস্যদের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারনে ফের বিতর্কিত হয়ে উঠছে পুলিশের সম্মান। গত সপ্তাহে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এক এএসআই নিজের এরিয়ার বাহিরে গিয়ে মাদক দিয়ে এক নারীকে গ্রেফতার করেছেন বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে নগরীজুড়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। পরে অবশ্য বিন্দুমাত্র ছাড় না দিয়ে ওই এএসআইকে তাৎক্ষণিক বরখাস্ত করেন বিএমপি পুলিশ কমিশনার। সেই রেশ কাটতে না কাটতেই এবার বরিশাল রেঞ্জ পুলিশের এক সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যৌতুকের দাবিতে তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের। ভুক্তভোগী স্ত্রী আফরোজা (২৫) কাউনিয়া থানায় হাজির হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—মোঃ রুবেল হাওলাদার (স্বামী), রাজা হাওলাদার (ভাই), জয়নাল হাওলাদার (বাবা), রহিমা বেগম (মা), রিমা (বোন), দিনা আক্তার (ননদ), এবং মামুন মোল্লা (বোন জামাই)।
অভিযোগ সুত্রে জানাযায়, আফরোজার সঙ্গে প্রায় ৮ বছর আগে বিয়ে হয় বরিশাল নগরীর কাউনিয়া থানার কাগাশুরা এলাকার জয়নাল হাওলাদারের ছেলে মোঃ রুবেল হাওলাদারের (৩০)। তাদের সংসারে একটি ৭ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। রুবেল বর্তমানে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।
লিখিত অভিযোগে আফরোজা উল্লেখ করেন, বিয়ের পর থেকেই রুবেল এবং তার পরিবার ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। যৌতুক দিতে অস্বীকৃতি জানানোয় দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সর্বশেষ গত ১৩ মার্চ ২০২৫ চিকিৎসকের কাছে যাওয়াকে কেন্দ্র করে রুবেলসহ তার পরিবারের সদস্যরা আফরোজাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে আফরোজার বাবা ও ছোট ভাই গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ভুক্তভোগী আফরোজা জানান, এর আগেও রুবেল হাওলাদারের বিরুদ্ধে যৌতুক ও মারধরের অভিযোগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে। একপর্যায়ে রুবেল একটি ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে লিখিতভাবে অঙ্গীকারও করেছিলেন যে, ভবিষ্যতে তিনি এমন কোনো কাজ করবেন না। এরপরও নির্যাতন বন্ধ হয়নি। পূর্বের নির্যাতনের কারণে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে বলেও জানান ভুক্তভোগী।
আফরোজা আরো অভিযোগ করেন,তার দেওর রাজা হাওলাদার বরিশাল কলেজে পড়াশোনার সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় আফরোজা ও তার পরিবারকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। বড় ভাইয়ের স্ত্রী হওয়া সত্ত্বেও তিনিও আফরোজার উপর শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে স্ম্পূর্ন বিষয়টি অস্বিকার করে রুবেল হাওলাদার জানান, অভিযোগটি স্ম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এরকম কোন ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
এদিকে এবিষয়ে কাউনিয়া থানার তদন্ত অফিসার সুমন কুমার আইচ জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে বর্তমানে আফরোজা তার শিশুসন্তানকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। পারিবারিক সহিংসতা ও ক্রমাগত হুমকির কারণে তিনি ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply