মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে বরিশাল (সংশোধিত)ের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় বরিশাল (সংশোধিত) নগরীর বান্দরোড়ের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এখানে প্রতি বছরের ন্যায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে খুতবা পাঠ ও পরে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মনের পশুকে কোরবানি দেওয়ার আহ্বানসহ হিংসা-বিদ্বেষ, হানাহানি বন্ধ হয়ে বিশ্বে শান্তি স্থাপন, মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ কামনা করা হয়।
ঈদের নামাজে ইমামতি করেন নগরীর কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বরিশাল (সংশোধিত)ের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওসার বরিশাল (সংশোধিত)বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন আমরা নতুন বাংলাদেশকে সমৃদ্ধশালীর পথে এগিয়ে নিয়ে যাই এবং সবাই মিলে কাজ করি। কোরবানি শেষে আমরা নিজ উদ্যোগে যার যার স্থান পরিষ্কার রাখি। যাতে এই বরিশাল (সংশোধিত) সুন্দর থাকে।
জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, ঈদে মনের ভেতর যে কালিমা আছে সেটি ধুয়ে মুছে আমরা যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যেন সবাই একসঙ্গে কাজ করতে পারি সেজন্য একে অপরের জন্য দোয়া করবো।
এছাড়াও নগরীর পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ৯টায় কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদ, জামে কসাই মসজিদ, জামে এবায়দুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ৮টায় এসব মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া নগরীর দক্ষিণ আলেকান্দার আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, সদর রোডের পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি নগরীর মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদ ও জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে চরমোনাই দরবার শরীফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়ার বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply