
বরিশাল নগরীতে সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতার খোয়া যাওয়া পিস্তল পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানায় অস্ত্রটি জমা দেওয়া হয় বলে ওসি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
গত ৪ অগাস্ট নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
এ সময় নগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে (৬০) পিটিয়ে হত্যা করা হয়।
টুটুলের কাছে থাকা তার লাইসেন্স করা পিস্তলটি খোয়া যায়।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, নগরীর নবগ্রাম রোডে বাসিন্দা অভি খান (১৭) নামে এক তরুণ পিস্তলটি কুড়িয়ে পান।
শনিবার অভি তার মাকে নিয়ে সেনা ক্যাম্পে যান। ক্যাম্পের কমান্ডার মেজর রাশেদ তাদের নিয়ে এসে পিস্তলটি থানায় জমা দেওয়ার ব্যবস্থা করে দেন।
ওসি আরো জানান, টুটুল চৌধুরী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে তার স্ত্রী মামলা করেছেন। ওই মামলার আলামত হিসেবে অস্ত্রটি দেখানো হবে।