বরিশাল (সংশোধিত) সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছে। রাস্তা হস্তান্তরের দিন রোলার ও অন্যান্য মেশিনারিজ আটকে দিয়েছে এলাকাবাসী। গত শুক্রবার ওই রাস্তার কাজ শেষ করে হস্তান্তরের সময় সাধারণ জনগণ এর প্রতিবাদ জানান।
উপজেলা পরিষদ থেকে জানা গেছে, সদর উপজেলার দুই নং কাশীপুর ইউনিয়নের সেতুবন্ধন ক্লাব থেকে ঝরঝরিয়াতলা পর্যন্ত রাস্তা নির্মাণের টেন্ডার আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ১ কোটি ২০ লাখ টাকার ওই টেন্ডারের কাজ পায় ঠিকাদার মোহাম্মদ এনায়েত হোসেন।
রাস্তাটি নির্মাণের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তোলে এলাকাবাসী । এজন্য এলাকাবাসী বারবার ঠিকাদার গুণগত নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা কি নির্মাণের দাবি জানান। কিন্তু ঠিকাদার এনায়েত হোসেন সেটা কর্ণপাত না করে নিম্নমানের ইট, বালু, খোয়া, পাথর ও পিস দিয়ে রাস্তাটি নির্মাণ করেন। এলাকাবাসী রাস্তা নির্মাণের অনিয়মের বিষয় বারবার কতৃপক্ষকে অবহিত করলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত রাস্তার কাজে অনিয়ম বহুবার হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। শুক্রবার (২৩ মে) ঠিকাদার এনায়েত হোসেন ওই রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। এ সময় স্থানীয়রা রাস্তার কাজে অনিয়ম দুর্নীতির বিষয়টি তুলে ধরেন। এরপরেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় রোলার ও অন্যান্য মেশিনারিজ আটকে দেয় তারা।
এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ এনায়েত হোসেন বলেন, ওয়ার্ক অর্ডারের যেভাবে উল্লেখ রয়েছে সেভাবেই রাস্তার কাজ করা হয়েছে। রাস্তাটি নির্মাণে কোন অনিয়ম হয়নি। আর রোলারও অন্যান্য মেশিনারিজের মালিক ওই রাস্তায় রেখে দিয়েছেন। পরে নিয়ে যাবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন, কাশীপুরের দেড় কিলোমিটার সড়কের ওই কাজটি হস্তান্তর করা হয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
তবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসানকে বিষয়টি অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply