রবিবার, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০৮

বরিশালে দাম বেড়েছে সবজি-মাছের

বরিশালে দাম বেড়েছে সবজি-মাছের

dynamic-sidebar

সপ্তাহের ব্যবধানে বরিশালের বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজি ৫-১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের দাম কেজিতে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মুরগির দাম স্থিতিশীল রয়েছে।

সোমবার (২৩ জুন) বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি বাজারে ২৫-৩০ টাকা করে কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৪০-৫০ টাকা, বরবটি গত সপ্তাহে কেজি ৩৫-৪০ টাকা হলেও এ সপ্তাহে ৪৫-৫০ টাকা, করলা গত সপ্তাহে ৬০ টাকা করে বিক্রি হলেও এ সপ্তাহে ৬৫ টাকা, টমেটো ৭০-৮০ টাকা, পটল ৩৫-৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ৪০-৪৫ টাকা, ঢেঁড়স ৩০-৩৫ টাকা, লাউ আকার ভেদে ৩০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ২৫-৪০ টাকা ও লেবুর হালি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। এর মধ্যে রুই মাছ গত সপ্তাহে ২৫০-৩৫০ টাকা প্রতি কেজি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকায়। এছাড়া টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১৫০-১৮০ টাকা, চিংড়ি প্রকার ভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা আগের তুলনায় ৫০ টাকা থেকে ১৫০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

বরিশালে সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বাণিজ্যালয়ের মালিক মো. শুভ জাগো নিউজকে জানান, ঈদের আগে থেকেই সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। এ সপ্তাহে সব ধরনের সবজিতে ৫-১৫ টাকা কেজিপ্রতি বৃদ্ধি পেয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় সবজি খুচরা বাজারে কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net