বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দুই সন্তানের জননী চাঁদনী বেগম সলিয়াবাকপুর গ্রামের কুয়েত প্রবাসী আমিনুল ইসলাম গোলন্দাজের স্ত্রী।
তার মেয়ে মাইশা আক্তার (১৪) নবম শ্রেণি ও ছেলে আব্দুল্লাহ (৮) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার সময় তারা তাদের নানাবাড়িতে ছিল।
বানারীপাড়া থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় বাসার দ্বিতীয় তলায় চাঁদনীর শয়ন কক্ষের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে পরিবারের লোকজন দরজা খুলতে ব্যর্থ হয়।
পরবর্তীতে পাশের বিল্ডিংয়ের ওপর দিয়ে বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় চাঁদনীকে ঝুলন্ত অবস্থায় তার রুমে দেখতে পেয়ে দরজা ভেঙে ফেলেন। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.