বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭৮ পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মো. শাওন ঘরামী (২৬), তিনি নগরীর সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ধান গবেষণা রোড এলাকায় অভিযান চালিয়ে শাওন ঘরামীকে আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ডিবি পুলিশ অভিযানে আটক আসামিকে থানায় সোপর্দ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.