বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)-এর গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় কোতোয়ালি মডেল থানার আওতাধীন বিসিসি ১০ নম্বর ওয়ার্ডের রিচমার্ট আবাসিক হোটেলের বিপরীত পাশে, বরিশাল লঞ্চঘাটের এক নম্বর গেটসংলগ্ন পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিএপির গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালনা করেন এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মহসিন সবুজ ও এএসআই মোঃ কবির হোসেন।
এসময় কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন জাফরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ এস এম ফারুক (৫০) নামের একজনকে তল্লাশি করে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এস এম ফারুকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.