বরিশাল (সংশোধিত)ের গৌরনদী উপজেলায় চলন্ত ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল (সংশোধিত)-ঢাকা মহাসড়কের বার্থী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম শাহারিয়া আজাদ তালহা (২০)। তিনি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
আহতরা হলেন একই এলাকার হিমেল গোমস্তা (পিতা: নুর আলম গোমস্তা) এবং শাহীন মাল (পিতা: সোহেল মাল)। গুরুতর আহত অবস্থায় তাদের বরিশাল (সংশোধিত)ের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে বার্থী বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন চালক তালহা।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, আহতদের প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল (সংশোধিত)ে রেফার করা হয়।তিনি আরও জানান, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply