দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল (সংশোধিত) জেলা শাখা ছাত্রদলের সহসভাপতি মো. সবুজ আকনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৫ মে) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে ছাত্রদল নেতা সবুজ আকনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল (সংশোধিত) জেলা শাখার সহসভাপতি মো. সবুজ আকনকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার তাদের বহিষ্কারাদেশ অনুমোদন দেন।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতার সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply