
বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনার দ্রুত সংশোধন ও বর্ধিত জলবায়ু অর্থায়ন, জীবাশ্ম জ্বালানির ওপর অর্থায়ন বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ ত্বরান্বিত করার দাবিতে নগরীতে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কপ-২৯ সম্মেলনের আগ মুহুর্তে শুক্রবার বেলা এগারোটায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় খোকন হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, বিভাগীয় উপ-কমিটির যুব বিষয়ক সম্পাদক স্বপন খান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌর, বায়ু এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির প্রসারে প্রবেশগম্যতা এবং স্থায়িত্বশীলয়া নিশ্চিত করার জন্য আমাদের সরাসরি, অনুদান-ভিত্তিক জলবায়ু অর্থায়নের ওপর জোর দিতে হবে।