ঈদুল আজহা সামনে রেখে বরিশাল (সংশোধিত)ে জমে উঠেছে কোরবানির পশুর অনলাইন হাট। জেলার বিভিন্ন খামার এরইমধ্যে অনলাইনে পশু বিক্রি শুরু করেছে।
খামারিরা বলছেন, এবার ক্রেতাদের চাহিদায় রয়েছে মাঝারি আকারের গরু। অনলাইন ক্রেতাদের মধ্যে সিংহভাগই ঢাকার বাসিন্দা। কোরবানির দুদিন আগে থেকে গরু ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
এ বছর বরিশাল (সংশোধিত) বিভাগে চাহিদার চেয়ে অর্ধলক্ষাধিক পশু উদ্বৃত্ত থাকবে বলে প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে।
বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকার এইপি অ্যাগ্রো খামারের ব্যবস্থাপক রাফিউর রহমান অমি বলেন, তাদের খামারে ‘দেশী’, ‘দেশাল’ ও ‘শাহিওয়াল’ প্রজাতির আড়াই’শ গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তাদের ফেসইবুক পেজ এবং ওয়েব সাইটের মাধ্যমে ক্রেতারা গরু কিনেছেন।
বুধবার পর্যন্ত খামারের ৭৫ ভাগ গরু আগাম বিক্রি হয়েছে। তারা গরু কেজি দরে ‘লাইভ ওয়েট’ দিয়ে বিক্রি করেছেন। এর মধ্যে ১০০ থেকে ৫০০ কেজি ওজনের গরু ৪৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ৫০০ কেজির বেশি ওজনের প্রতিটি গরু বিক্রি হয়েছে ৪৯০ টাকা কেজি দরে।
তিনি বলেন, তাদের খামারের বড় সাইজের ১১টি গরুর মধ্যে আটটি বিক্রি হয়ে গেছে। এর মধ্যে সাড়ে ৭০০ কেজি ওজনের ‘রাজা’ ও ‘বাদশা’ নামে দুটি গরু সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি করেছেন।
বরিশাল (সংশোধিত) নগরীতে ফ্রি ও বাইরে একটি নির্দিষ্ট ফি নিয়ে ঈদের দুদিন আগে থেকে গরু ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বলে রফিউর জানান।
নগরীর তিয়াখালী এাকার সাদ-সাইফ অ্যাগ্রো খামারের কর্মী মো. সাইদ বলেন, তাদের খামারে দেড়’শ গরু রয়েছে। এর মধ্যে ১০০ গরু বিক্রি হয়ে গেছে। অর্ধশতাধিক গরু ঢাকার ক্রেতারা নিয়েছেন। দেশের যে কোন স্থানে গরু পৌঁছে দেওয়ার জন্য তারা মাত্র এক হাজার টাকা নেবেন।
ক্রেতারা অনলাইনে এবং বরিশাল (সংশোধিত)ের খামারের গরু কেনায় আগ্রহ দেখাচ্ছে কেন জানতে চাইলে সাইদ বলেন, “খামার থেকে গরু কিনলে খাজনা দিতে হয় না। অনেকের রাখার স্থান নেই। তারা কোরবানির আগে পর্যন্ত গরু খামারেই রাখতে পারেন। সবচেয়ে বড় কথা, খামার থেকে কেনা গরুর নিশ্চয়তা রয়েছে। অনেক ক্রেতারা এসেও আগাম কিনে রাখেন।”
বরিশাল (সংশোধিত) নগরীর গড়িয়ার পাড় রেইন-ট্রি তলা এলাকার কেনিস্ট অ্যাগ্রো খামারের তত্ত্বাবধায়ক মোর্শেদ আজমল সুজন বলছিলেন, তাদের খামারে দুই’শ গরুর মধ্যে ৮০ ভাগ গরু আগাম বিক্রি হয়েছে। অনলাইনের ক্রেতাই বেশি। কোরবানির আগে গরু ক্রেতাদের কাছে পৌছে দেওয়া হবে।
বরিশাল (সংশোধিত) বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগের ৬ জেলায় তিন লাখ ৯১ হাজার ১৫৭টি পশুর চাহিদা রয়েছে। আর পশু রয়েছে চার লাখ ৫৭ হাজার ৮৫৮টি। এর মধ্যে গরুর চাহিদা তিন লাখ ২৫ হাজার ৯২৮টি। মহিষ রয়েছে ৯ হাজার ৪৩০টি, ছাগল রয়েছে এক লাখ ১০ হাজার ১৯৩টি, ভেড়া ১২ হাজার ২৮২টি ও অন্যান্য ২৫টি।
বরিশাল (সংশোধিত) বিভাগের মধ্যে সবচেয়ে পশুর চাহিদা রয়েছে পটুয়াখালীতে, এক লাখ ২৮ হাজার ১৮৮টি। পশু রয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৭১টি। চাহিদার চেয়ে ৫ হাজার ১৮৩টি পশু বেশি থাকবে।
বরিশাল (সংশোধিত)ের চাহিদা এক লাখ ১০ হাজার ৭৭টি। এ জেলায় রয়েছে এক লাখ ৪৭ হাজার ৬৭৪টি। উদ্বৃত থাকবে ৩০ হাজার ৫৯৭টি।
ভোলা জেলায় চাহিদা ৯০ হাজার ২৫৩টি। রয়েছে এক লাখ দুই হাজার ৭৭৯টি। উদ্বৃত্ত থাকবে ১২ হাজার ৫২৬টি।
বরগুনা জেলার চাহিদা ৩৫ হাজার ৯৯৯টি। রয়েছে ৪২ হাজার ৪৯০টি। বাড়তি থাকবে ৬ হাজার ৪৯১টি। পিরোজপুরের চাহিদা চেয়ে ৪ হাজার ৯৮৫টি পশু বেশি রয়েছে। এ জেলার চাহিদা ১৮ হাজার ৯৪৫টির বিপরীতে রয়েছে ২৩ হাজার ৯৩০টি।
সবচেয়ে কম চাহিদা রয়েছে ঝালকাঠি জেলায়। এ জেলার ১২ হাজার ৬৯৫টি চাহিদার বিপরীতে রয়েছে ১৩ হাজার ৬১৪টি। উদ্বৃত্ত থাকবে ৯১৯টি।
বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, “গত বছরে কোরবানি হওয়া পশু সংখ্যার চেয়ে তিন থেকে পাঁচ ভাগ বাড়তি হিসেব করে চাহিদা তৈরি করা হয়েছে। যে পরিমাণ পশু হিসেবে দেখানো হয়েছে, বাস্তবে তার চেয়ে বেশি পশু রয়েছে। কারণ অনেক গৃহস্থের লালন-পালন করা পশু এ হিসেবে নেই।”
তিনি বলেন, “বরিশাল (সংশোধিত) বিভাগের পশুর মাংসের স্বাদ বেশি। তাই দেশের অন্যান্য জেলায় বরিশাল (সংশোধিত) বিভাগের ব্যাপক চাহিদা রয়েছে।”
এ বছর বরিশাল (সংশোধিত) বিভাগে ২৯৬টি পশুর হাট বসবে। এর মধ্যে ভোলায় ৯৩টি, বরিশাল (সংশোধিত)ে ৭০টি, পটুয়াখালীতে ৪৫টি, বরগুনায় ৪০টি, ঝালকাঠিতে ২৮টি ও পিরোজপুরে ২০টি রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply