বরিশালে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতাকে অপহরণ করে ছয় লাখ টাকা মুক্তিপণ আদায়ের সময় তিন বিএনপি নেতাকর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বরিশাল নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণের শিকার ছাত্রলীগ নেতা শাকিলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সগির হোসেন বলেন, “অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। মুক্তিপণের টাকা নিতে এলে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করি এবং ভুক্তভোগী শাকিলকে উদ্ধার করা হয়।”
প্রাথমিক তদন্তে জানা যায়, ছাত্রলীগ নেতা শাকিলকে পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করে একটি নির্দিষ্ট স্থানে আটকে রাখা হয়। এরপর তার পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানার পরই ডিবি পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযানে নামে।
ঘটনার পর ভুক্তভোগী শাকিলের বড় ভাই হাফিজুর রহমান শামিম কোতোয়ালি মডেল থানায় একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলমান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের একাধিক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, অপরাধে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.