শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮

বরিশালে ছাত্রদলের কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ

বরিশালে ছাত্রদলের কমিটিতে অছাত্র ও ছাত্রলীগ

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত)ের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এ কমিটি। এর আগে বৃহস্পতিবার বরিশাল (সংশোধিত) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান স্বাক্ষরিত কমিটি গঠন করা হয়।

ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, কাউন্সিল ছাড়া উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের উপেক্ষা করে জেলা নেতারা কমিটি করায় ছাত্রলীগ ও অছাত্রসহ অন্য দলের কর্মীরা কমিটিতে প্রবেশ করেছে।

এছাড়া উপজেলা বিএনপি নেতাদের সঙ্গে সমন্বয় না করায় ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা কমিটি থেকে বাদ পড়েছেন বলে জানান উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলামের দাবি, কাউন্সিল না হলেও ছাত্রদলের কর্মীদের মতামতের ভিত্তিতে মুলাদী উপজেলার ৬টি কলেজের কমিটি ঘোষণা করা হয়েছে। গোপন করে কেউ কমিটিতে প্রবেশ করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের কর্মী আবু নাসের জানান, উপজেলার কলেজগুলোর কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের গঠন করার কথা; কিন্তু রহস্যজনক কারণে জেলা নেতারা কলেজের কমিটি গঠন করেছেন। মুলাদী সরকারি কলেজের ২৭ জনের মধ্যে একাধিক ছাত্রলীগ কর্মী রয়েছেন। চরকালেখান আদর্শ কলেজ ছাত্রদল কমিটিতে ৭ জনের মধ্যে সহ-সভাপতি মো. আল আমিন ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অর্থবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক মো. মারুফ বিল্লাহ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার ওই কলেজে ছাত্রত্ব নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খানের সঙ্গে মারুফ বিল্লাহর একাধিক ছবি ভাইরাল হয়েছে। এছাড়া আরিফ মাহমুদ কলেজ, নাজিরপুর কলেজ, পূর্বহোসনাবাদ কলেজ ও হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ কর্মীরা অনুপ্রবেশ করেছেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন জানান, উপজেলার কলেজগুলোর ছাত্রদলের কমিটি গঠনের বিষয়ে জেলা ছাত্রদল নেতারা কিছু জানাননি। কমিটি ঘোষণার পরে বিষয়টি জেনেছি। অনেক ত্যাগী নেতাকর্মী বাদ পড়েছেন। এ বিষয়ে জেলা ছাত্রদল নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।

বরিশাল (সংশোধিত) জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, এসব ইউনিটে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি ছিল না। কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতিতে কলেজ ছাত্রদলের তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগ বা অন্য কোনো সংগঠনের নেতাকর্মী কমিটিতে অনুপ্রবেশ করে থাকলে কমিটি বাতিলসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net