হোমবরিশাল নগরীবরিশালে চিন্ময় দাসের মুক্তি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বরিশালে চিন্ময় দাসের মুক্তি দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অবস্থান নেন সনাতন ধর্মাবলম্বীরা।

সেখানে তারা সড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, বরিশালের ব্যানারে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়। এতে নগরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র যানজট সৃষ্টি হয়।

সড়কে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে।

তাদের দাবি, তারপর চট্টগ্রামের সেই মামলায় ঢাকা এয়ারপোর্টের সামনে থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয় চিন্ময় দাসকে।  পরে যখন সবাই এ নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে, তখন ঢাকার গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করার কথা জানায়।

বিক্ষোভকারীরা বলেন, আমরা দ্রুত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি জানাই। তাকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সড়কে অবস্থান শেষে একটি মিছিল বের করেন বিক্ষোভকারীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভকে কেন্দ্র করে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে সোমবার রাতে চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে প্রতিবাদ সমাবেশ হয়। নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট বরিশালের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ শেষে নগরে মশাল মিছিল বের হয়।

প্রতিবাদকারীরা বলেন, হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদ করেছিলেন চিন্ময়। তার বিরুদ্ধেই এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হচ্ছে।

তারা চিন্ময়ের মুক্তি দাবি করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular