শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৫

বরিশালে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বরিশালে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

dynamic-sidebar

বরিশাল (সংশোধিত) সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী শিপন আকনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৯ মে) রাত আটটার দিকে ইউনিয়নের বাড়ইকান্দি স্থানে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিপন বর্তমানে বরিশাল (সংশোধিত) শের-ই ভাংলা হাসপাতালে ভর্তি রয়েছে।

শিপন আকন চাষী পতাং গ্রামের সত্তার আকনের ছেলে ও স্থানীয় ফল ব্যবসায়ী।
শিপন আকনের ভাই রিপ

ন আকন জানান, সোমবার রাত আটটার দিকে শিপন বাড়ি ফেরার সময় নেহালগঞ্জ ঘাটে বসে হামলা চালানো হয়। এসময় হামলায় অংশ নেয় একই এলাকার রফেজ আলির দুই ছেলে জুয়েল ও বেল্লাল, ছিদ্দিক বাজার এলাকার এমরান, বাড়ইকান্দি গ্রামের মাসুদ ফকিরসহ ১০/১২ জন। দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা শিপনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে ওই গ্রামের আজাদ মুন্সি নদীর পাশে শিপনকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যায়।

রিপন আকন আরও বলেন, শিপন আকন কাচামালের ব্যবসা করে। ঘাটে কাচামালের ব্যবসা করতে শিপনের কাছে চাঁদা দাবি করেন হামলাকারীরা। সেই চাঁদার টাকা না দেয়ায় শিপেনের উপর বর্বর হামলা করে সন্ত্রাসীরা। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭১৭৮৯২৬১৭
বিজ্ঞাপন
বরিশালে সকল ধরণের বৈদ্যুতিক পণ্য সরবরাহকারী এবং পাইকারী বিক্রেতা।

M/S MRM BUILDERS

ফেইজবুকে আমরা

ব্রেকিং নিউজ: আজকের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সাথেই থাকুন 🔰 ধন্যবাদ🔰

ই-পেপার

📰 ই-পেপার (১৩ ফেব্রুয়ারি ২০২৫)

আজকের ই-পেপার

📥 PDF ডাউনলোড করুন

লাইভ টিভি

RSS সর্বশেষ

Desing & Developed BY EngineerBD.Net