বরিশাল (সংশোধিত) জেলা প্রশাসকের কার্যালয়ের মহফেজখানায় ঘুষ কম দেওয়ায় সেবা প্রত্যাশীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি, নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আলমগীর হোসেন জানান, জমির পর্চা উত্তোলনের জন্য মহফেজখানায় গেলে সেখানে দায়িত্বরত অফিস সহকারী আলাউদ্দিন মিয়া তার কাছে দুই হাজার টাকা ঘুষ দাবি করেন। আলমগীর জানান, “আমি তাকে বলি, পর্চা তোলার জন্য এত টাকা লাগে না। আমি দুইশ’ টাকা দিই। তখন তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন এবং মাথায় আঘাত করে রক্তাক্ত করেন।”
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ফার্মেসিতে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার বিষয়ে মহফেজখানার রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন বলেন, “আলাউদ্দিন মিয়া তিন মাস আগে অবসরে গেছেন। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখনো তিনি রেকর্ড রুমে কাজ করছেন।”
তবে অবসরে যাওয়ার পরও একজন ব্যক্তি কীভাবে রেকর্ড রুমে দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
ঘটনার পর অভিযুক্ত আলাউদ্দিন মিয়া অফিস ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মহফেজখানা) তাসফিয়া কবির ঐশী বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন মিয়া দীর্ঘদিন মহফেজখানায় কর্মরত থাকার কারণে গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্রের উপর তার প্রভাব রয়েছে। এসব নথি ব্যবহার করে তিনি ও রেকর্ড কিপার জাহাঙ্গীর হোসেন অবৈধভাবে বাণিজ্য পরিচালনা করছেন বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন সেবা প্রত্যাশীরা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply