বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। একই দিনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ মে) মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এই দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
২০২৪ সালের গণআন্দোলনে আহত ৩৫ জন শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক নিজ হাতে এসব চেক বিতরণ করেন এবং আহতদের খোঁজ-খবর নেন।
চেক বিতরণ শেষে জেলা প্রশাসক পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সাদেকপুর ও তদসংলগ্ন তেঁতুলিয়া নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিন ধরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মেহেন্দিগঞ্জবাসীর দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শুধু আর্থিক সহায়তা নয়, মেহেন্দিগঞ্জের জনগণের নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সব ধরনের কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। নদীভাঙন প্রতিরোধ প্রকল্পটি জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সম্পন্ন করা হবে।”
এ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে আশাবাদের সৃষ্টি হয়েছে। অনেকে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
অফিস: হাবিব ভবন, ১১৮ সদর রোড, বরিশাল।
মোবাইল: ০১৭৪২-২৮০৪৯৮
মেইল: dailybarishalsangbad@gmail.com
Copyright © 2025 বরিশাল সংবাদ | Barisal News - জেলার সর্বশেষ আপডেট". All rights reserved.