হোমবরিশালবরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বরিশালে কলেজ ছাত্রীর আত্মহত্যা

 

বরিশালের উজিরপুরে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

আত্মহননকারী মারিয়া আক্তার(১৯) উজিরপুর উপজেলার পশ্চিম ওটরা গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্সের শিক্ষার্থী।

স্বজনরা জানান, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে মারিয়া আক্তার নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার বাবা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ‍উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

তবে আত্মহত্যার কারণ পরিবারের পক্ষ থেকে কেউ জানাতে পারেনি।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুস সালাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

- Advertisment -spot_imgspot_img

Most Popular